চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগে চিকিৎসা, পরে আইনি লড়াই

আগে চিকিৎসা এরপর আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন মেঘালয়ের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

হাসপাতালে আরেক দফা দেখা করার পর হাসিনা আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, এখন তার (সালাহ উদ্দিনের) আগে চিকিৎসা জরুরি। এরপর অন্যকিছু।

‘এজন্য আমরা আগে চিকিৎসার বিষয়টি দেখে পরে অন্যকিছু ভাববো,’ বলে জানান হাসিনা আহমেদ।

হৃদরোগ এবং কিডনি সমস্যাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় শিলং-এর সিভিল হাসপাতালে সাব্কে প্রতিমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানকার চিকিৎসকরা বলছেন, চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার কোনো বিষয়ে তারা কিছু জানেন না।

১১ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ৬২ দিন পর গত সপ্তাহে তাকে ‘উদভ্রান্ত’ অবস্থায় শিলং গলফ ক্লাবের কাছে পাওয়া যায়।

সালাহ উদ্দিন অাহমেদ জানিয়েছেন, চোখ বেঁধে ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়িতে ভ্রমণ করার পর তাকে ফেলে রেখে যাওয়া হয়।