চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিলেন শিনজো আবে

অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নির্ধারিত সময়ের আগেই আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের লক্ষ্যে সোমবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দেন তিনি।

বিবিসি জানায়, ২০১২ সালে জোট গঠন করে ক্ষমতায় আসে আবের দক্ষিণপন্থী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি(এলডিপি)। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

তবে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আত্মীয়-স্বজন এবং কাছের বন্ধু-বান্ধবদের বসানোর অভিযোগে চলতি বছরের শুরুর দিকে সমালোচনার মুখে পড়েন আবে। তবে জাপানের ওপর দিয়ে দুটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা করায় নর্থ কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কারণে তিনি নতুন করে সমর্থন পাওয়ার আশা করছেন।

তার দল জনপ্রিয়তায় এগিয়ে থাকায় আগাম নির্বাচন দিয়ে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে আরও সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে। তবে অ্যাবের দল বুধবারে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল পার্টি অফ হোপ এর কাছে চ্যালেঞ্জের মুখোমুখী হবে বলে ধারণা করা হচ্ছে।