চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আকাশে ইয়াক-১৩০, নতুন যুগে বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধবিমান ইয়োকোলেভ ইয়াক-১৩০ বাংলাদেশের আকাশে উড্ডয়ণ করেছে। ইয়াক-১৩০ এর উড্ডয়নের মাধ্যমে বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা হলো।

বাংলাদেশ বিমান বাহিনীর কিংবদন্তী ‘অ্যাভেঞ্জার্স’ ইউনিট স্কোয়াড্রন-২১ এ যোগ হওয়া ইয়াক বিমানগুলো এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশরই রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাশিয়া থেকে কেনা সর্বাধুনিক কমব্যাট ট্রেইনার এয়ারক্রাফট ইয়াকোলেভ ইয়াক-১৩০’র প্রথম চালানটি গত মাসের সেপ্টেম্বরের ২০ তারিখে বাংলাদেশে এসে পৌঁছায়। বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যে ১৬টি ইয়াক-১৩০ কিনছে প্রথম চালানে তার ছয়টি আনা হয়। বাকি ১০টি আগামী বছর নাগাদ সরবরাহ করা হবে।

বাংলার আকাশ মুক্ত রাখার দীর্ঘমেয়াদী রণসজ্জা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়ার সর্বাধুনিক কমব্যাট ট্রেইনার এয়ারক্রাফট ইয়াকোলেভ ইয়াক-১৩০ যোগ করা হয় বলে সরকারি সূত্রে জানা যায়।