চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য বেড়েছে: বিএনপি

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য বেড়ে চলেছে বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন: ডিজেল, কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় গণপরিবহনের ভাড়া বেড়ে যাবে। তবে সাধারণ মানুষের কষ্টে সরকারের কিছু যায় আসে না।

শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের স্মরণ সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আওয়ামী লীগের সিন্ডিকেটকে দায়ী করে বর্তমান সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় বলেন: বাংলাদেশকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার। জ্বালানি তেল, দ্রব্যমূল্য বেড়ে চলেছে। সাধারণ মানুষ যখন নিজেদের অধিকারের কথা বলা শুরু করেছে তখন নানা ইস্যু তৈরি করে দৃষ্টি ভিন্নখাতে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন: ইউপি নির্বাচনে নিজেরা নিজেরা মারামারি করছে মামলা দেয় বিএনপির নেতাকর্মীদের নামে। আর কোনো বিকল্প নেই, রাজপথে নেমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।