চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইসিসি থেকে রবি শাস্ত্রীর পদত্যাগ

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির মিডিয়া প্রতিনিধির পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে আইসিসির পদ ছাড়ার ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট দলে সাবেক টিম ডিরেক্টর।

ভারতের নতুন কোচ অনিল কুম্বলে নির্বাচিত হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলি-রবি শাস্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে। শাস্ত্রীর অভিযোগ সৌরভের কারণেই তার ভারতের কোচ হওয়া হয়নি। চুপচাপ থাকা সৌরভও শাস্ত্রীকে পাল্টা দিয়ে বলেছেন, মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী!

হঠাৎ করেই কেন পদত্যাগ? এমন প্রশ্নে শাস্ত্রীর উত্তর, ‘আমার ব্যক্তিগত কাজ রয়েছে। তাছাড়া একই পদে ছয় বছর ধরে আছি। এবার পদ ছাড়ার সময় হয়েছে।’

শাস্ত্রীর পদত্যাগের আগে আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কুম্বলে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘সৌরভ, কুম্বলের পাশাপাশি রবি’র বিষয়টিও আমাদের কাছে যথেষ্ট আবেগের। সম্ভবত চলতি বিতর্কের পর কুম্বলের সঙ্গে এই মহূর্তে কাজ করতে চাচ্ছেন না তিনি।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তার মতে, কুম্বলে ও শাস্ত্রী দুজনের আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে পাশাপাশি বসাটা অস্বস্তিকর হতে পারে। সেজন্যই হয়তো শাস্ত্রী পদত্যাগ করেছেন।