চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইপিইউ সম্মেলন: উন্নত দেশের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধের আহ্বান

আইপিইউ সম্মেলনের তৃতীয় দিনে ভোটের ভিত্তিতে বিভিন্ন দেশের স্পিকারদের অংশগ্রহণে আফ্রিকার দুর্ভিক্ষ নিয়ে আলোচনা হয়েছে। উন্নত দেশগুলোর দুর্বল দেশগুলোর প্রতি অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধে বিভিন্ন বৈঠকে আজও আলোচনা অব্যাহত রয়েছে।

বৈঠকে ১৪ জানুয়ারীর নির্বাচনকে গণতন্ত্র রক্ষার নির্বাচন বলে উল্লেখ করা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পার্লামেন্টারি ইউনিয়নের তৃতীয় দিনের সম্মেলনে বিভিন্ন কক্ষে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বিভিন্ন দেশের স্পিকার ডেপুটি স্পিকারসহ প্রায় ছয়শ’র বেশী সদস্য পৃথকভাবে এসব আলোচনায় অংশ নেন।

রোববার রাতেও ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া আফ্রিকার সেনেগাল এবং সুদানের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক সমতা নিয়ে আলোচনায় অংশ নেন বেশীরভাগ সদস্য।

গণতন্ত্র ও মানবাধিকারে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ করেছে ইউক্রেন। বাংলাদেশের গণতন্ত্র নিয়েও আলোচনা হয় সেখানে।

শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে অব্যাহত আলোচনায় অবৈধ হস্তক্ষেপের জোড়ালে বক্তব্য উঠে এসেছে সম্মেলনে।এসব আলোচনার সিদ্ধান্তের ভিত্তিতে আগামী পাঁচ এপ্রিল রেজুলেশন হবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/Zs2AzJllsdc