চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যামাজনকে ৩০ কোটি ডলার ট্যাক্স দিতে ইইউ’র নির্দেশ

অনলাইনে পণ্য কেনার জনপ্রিয় ওয়েবসাইট অ্যামাজনকে প্রায় ৩০ কোটি ডলার অপরিশোধিত ট্যাক্স দেয়ার নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অ্যামাজন এতদিন লুক্সেমবার্গে অন্যায্য কর রেয়াত সুবিধা ভোগ করে আসছিল বলেও জানায় ইইউ।

ইইউ বলছে, বাৎসরিক মোট আয়ের চার ভাগের তিন ভাগের বিপরীতে কোন ট্যাক্সই দেয়নি অ্যামাজন। বরং অন্য প্রতিষ্ঠানকে অ্যামাজনের প্রায় ৪ গুণ ট্যাক্স দিতে হয়েছে।২০০৩ সালে লুক্সেমবার্গ সরকারের সাথে হওয়া এক চুক্তির কারণেই এই সুবিধা পেত অ্যামাজন।

এছাড়া কয়েকদিন আগে টেক জায়ান্ট অ্যাপলের কাছ থেকে দেড় হাজার কোটি ডলারেরও বেশি ট্যাক্স আদায়ে ব্যর্থ হওয়ায় আয়ারল্যান্ড সরকারকে আদালতে নেয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।