চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যাপল ডিভাইসে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি

নিজেদের ডিভাইসগুলোতে ক্রিপ্টোকারেন্সি কার্যক্রম চালনায় নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাপল। আগের সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স চলাকালীন অ্যাপস্টোরের নতুন নীতিমালা উন্মুক্ত করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

নীতিমালায় আইওএস এবং ম্যাক উভয় ডিভাইসে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করে অ্যাপল, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।

সোমবার অ্যাপস্টোর নীতিমালার এই পরিবর্তন লক্ষ্য করেছে অ্যাপল বিষয়ক খবরের সাইট অ্যাপল ইনসাইডার।

এবারই প্রথম ক্রিপ্টো কারেন্সি অ্যাপের নীতিমালায় স্পষ্ট অবস্থান নিলো অ্যাপল।

বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি গুলোতে আগ্রহ হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।