চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরির সিইও জন চেন গত সপ্তাহে জানিয়েছেন তাদের কোম্পানি অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে একটি নতুন অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট তৈরি করবে। ‘ভিন্স’ নামক ব্ল্যাকবেরির পাসপোর্ট চালিত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটির অনেক ছবি এরই মধ্যে ফাঁস হয়ে গেছে।

অ্যান্ড্রয়েড চালিত ব্ল্যাকবেরি ভিন্স স্মার্টফোন যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর এটিএন্ডটি’তে প্রকাশ করা হবে। টুইটারের একটি পোস্ট থেকে এ তথ্য প্রকাশ পেয়েছে।

গুজব এবং ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ব্ল্যাকবেরি ভিন্স স্লা্ইডার স্মার্টফোনটিতে যেসকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হলো- দুই প্রান্তেই ডিসপ্লেযুক্ত ৫.৪ ইঞ্চি কিউএইচডি ( ১৪৪০x২৫৬০ পিক্সেল) ডিসপ্লে, ১.৮ জিএইচজেড হেক্সা-কোর ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৮০৮ এসওসি, ৩ জিবি র‌্যাম, ১৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সম্মুখভাগের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল।