চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যান্ডারসনের জন্য গর্বিত ম্যাকগ্রা

নিজেকে ছাড়িয়ে যাওয়ায় জেমস অ্যান্ডারসনকে সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা। তার জন্য গর্বিতও অজি সাবেক এই পেসার। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে অজি তারকার ৫৬৩ উইকেট টপকে বিশ্বের শীর্ষ চতুর্থ উইকেট সংগ্রহকারী হন ইংলিশ পেসার।

ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সামিকে বোল্ড করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যান্ডারসন। ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

১৪৩ টেস্টে ইংলিশ সুইং নায়কের উইকেট সংখ্যা এখন ৫৬৪। ১২৪ টেস্টে ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩। পেসার হিসেবে এখন অ্যান্ডারসনই সবচেয়ে বেশি উইকেটের মালিক।

ম্যাকগ্রা বলেন, ‘দীর্ঘদিন এই রেকর্ড নিজের দখলে থাকায় আমি গর্বিত। তবে অ্যান্ডারসন একজন গ্রেট। তিনি যখন এমন মাইলফলক ছাড়িয়ে যান, তখনও গর্ব হয়।’

২০০৩ সালে অভিষেক হওয়া অ্যান্ডারসনের সামনে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেষ ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

অজি গ্রেটের মন্তব্য, ‘জিমিকে আমি অনেকে অনেক শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই তিনি অবিশ্বাস্য এক বোলার। ১৪০টির বেশি টেস্ট প্রায় একই কোয়ালিটি নিয়ে খেলা এবং সেটা এখনো চালিয়ে আসলেই অবিশ্বাস্য। জিমির জন্য আমি খুবই গর্বিত।’