চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যানাকন্ডার হার্ট সার্জারি!

বিশ্বজুড়ে জীবন রক্ষার্থে মানবদেহের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচার করা হয়ে থাকে। মানুষের পাশাপাশি পশুপাখির সুস্থতা এবং জীবন বাঁচানোর জন্যও অনেক সময়ই তাদের দেহে অপারেশন চালানো হয়।

সেই তালিকায় এবার এসে জুটল এক সাপ। তাও যেই সেই সাপ নয়, বিশাল এক অ্যানাকন্ডা সে!

থাইল্যান্ডের পাথুম থানি প্রদেশে অবস্থিত ক্লংলুয়াং পশু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় বিশালাকার সাপটিকে, হৃৎপিণ্ডের ভেতর থাকা একটি টিউমার অপসারণের জটিল সার্জারির জন্য।

থাই গণমাধ্যম ব্যাংকক পোস্ট থেকে জানা যায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় চিকিৎসকদের বড় একটি দল অ্যানাকন্ডাটির অস্ত্রোপচার শুরু করে। জটিল প্রক্রিয়া জানার পরও অস্ত্রোপচার শুরু করার পর ডাক্তাররা টের পান কাজটি আসলে কত বেশি জটিল।

টিউমারের আকার খুব বেশি বড়। অনেকগুলো ধমনী আর রক্তনালীর সঙ্গে সেটি জোড়া লেগে ছিল। তাই খুব সাবধানে সার্জারিটি করতে হচ্ছিল।

টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে সফল অস্ত্রোপচার শেষে ১ কেজি ওজনের টিউমারটি অ্যানাকন্ডার হৃৎপিণ্ড থেকে বের করে আনতে সক্ষম হন চিকিৎসকরা। এর প্রায় ৫ ঘণ্টা পর রাত দু’টোর দিকে জ্ঞান ফেরে রোগীর।

এখন সেই অ্যানাকন্ডা অনেকটাই সুস্থবোধ করছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।