চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যাটলেটিকোর জয়ে অপেক্ষাতেই রইল বার্সা

স্প্যানিশ লা লিগায় শিরোপার নিষ্পত্তি হয়ে যেতে পারে রাতেই। লেভান্তের মাঠে জিতলেই ২৬তম লিগ শিরোপা জয়ের উদযাপন শুরু হয়ে যাবে লিওনেল মেসি, লুই সুয়ারেজদের। তবে কাতালানরা মাঠে নামার সাড়ে ৪ ঘণ্টা আগেও শিরোপার মীমাংসা হয়ে যেতে পারত। কিন্তু সেটা হয়নি। কাতালানদের অপেক্ষাতেই রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ভ্যালাদোলিদের কাছে হেরে যেত, তবে শিরোপার উৎসব করেই মাঠে নামতে পারত কাতালান জায়ান্টরা। বার্সার ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌঁনে ১টায়, ফলে রাত সোয়া ৮টার ম্যাচে ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারিয়ে দেয়ায় কয়েকঘণ্টা অপেক্ষাই করতে হচ্ছে আর্নেস্টো ভালভার্দের দলকে।

নিজেদের মাঠে শুরু থেকে ভ্যালাদোলিদকে চাপে রাখে অ্যাটলেটিকো। তবে কাজের কাজ গোল করতে পারেননি কোরেয়া-গ্রিজম্যানরা। একাধিক সুযোগ মিসের মধ্যদিয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষে উপর চাপ বজায় রাখে স্বাগতিকরা। কিন্তু সিমিওনের দল কোনোভাবেই বল জালে জড়াতে পারছিল না। পরে অবশ্য অ্যাটলেটিকোকে সাহায্য করেছে ভ্যালাদোলিদই। নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন তাদের ডিফেন্ডার জোয়াকিন ফার্নান্দেজ। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল লিখে দেয়।

এই জয়ের ফলে ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮০। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিনে।