চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসবেন হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসবেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঢাকা আসছেন জোলি।

২০১৭ সালে অ্যাঞ্জেলিনা জোলি তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানিয়েছিলেন। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিকতারও প্রশংসা করেছিলেন জোলি। সেবছরে নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীদের নিয়ে কাজ করতে আগ্রহী জোলি।

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের হিসাবে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে এসেছে। ডেইলি সান