চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্ট্রেলিয়ার দ্বীপে আটকা পড়ে ৭৫ তিমির করুণ মৃত্যু

অস্ট্রেলিয়ার পশ্চিমের একটি দ্বীপে দেড় শতাধিক তিমি অসহায়ভাবে আটকা পড়েছে। এর মধ্যে প্রায় ৭৫টি তিমির মৃত্যু হয়েছে। জীবিত তিমিগুলোকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রাণী সম্পদ বিভাগ।

শুক্রবার সকালে একজন জেলে হামলান উপসাগরের কাছে দেড় শতাধিক তিমির আটকে পড়ার দৃশ্য দেখতে পান।

আটকে পড়া তিমিএগুলোর র মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। বেঁচে থাকা অবশিষ্ট তিমিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বায়োডাইভার্সিটি বিভাগের পক্ষ থেকে জেরিমি চিক বলেন, বাতাস এবং সম্ভবত আর্দ্র আবহাওয়ার জন্য তিমির দলটি সাগর পাড়ে উঠে আসে। তিমিগুলো ছোট পাখনা যুক্ত বিশেষ প্রজাতির একটি দল।

আটকে পড়া তিমি উদ্ধারে কয়েক ডজন উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দল ওই এলাকায় হাঙ্গরের সর্তকতা জারি করে চলাচল থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

এই প্রজাতির তিমি সাধারণত ৫ মিটার বা ১৬ ফিট লম্বা হয়ে থাকে এবং এদের কেবল উপকূলীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলেই দেখা যায়।

গবেষকরা তিমিগুলো কেন তীরে উঠে এসেছে এর প্রকৃত কারণ এখনো উদঘাটন করতে পারেননি।