চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্ট্রেলিয়ার জন্য মামুনুল-এমিলিদের প্রস্তুতি

মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ২৩ সদস্যের সবাই রিপোর্ট করলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী।

তার পরিবর্তে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবকে ক্যাম্পে ডেকেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।

অবশেষে ম্যাচের ১১ দিন আগে শুরু হলো ‘মিশন অস্ট্রেলিয়ার’ ক্যাম্প। ২৩ সদস্যের সবাই যাবেন পার্থে তাই নেই বাদ পড়ার টেনশন।  বাফুফে ভবনে নির্ধারিত সময়ের আগেই আসলেন হেডকোচ লোডভিক ডি ক্রুইফ।

এরপর একে একে ক্যাম্পে আসা মামুনুল-এমিলি-জাহিদ-এনামুলদের। ২৩ জনের সবাই থাকলেও নেই ডিফেন্ডার নাসির চৌধুরী। ডেঙ্গুজ্বরে কাবু হওয়ায় নাসিরের পরিবর্তে ভাগ্য খুলেছে আবাহনীর স্ট্রাইকার সজীবের।

৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ম্যাচের আগেই ২৯ আগষ্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে টিম-মালয়েশিয়ার চ্যালেঞ্জ নিবে লাল-সবুজ দল। ক্যাপ্টেন জানিয়েছেন দুই দলের বিপক্ষেই ‘ডিফেন্সিভ’ নয় বরং ‘অ্যাটাকিং’ ফুটবল খেলতে চায় বাংলাদেশ।

প্রেস কনফারেন্সে কোন প্রশ্ন নেননি বাংলাদেশ হেডকোচ। তবে অস্ট্রেলিয়া-ম্যাচ নিয়ে জানিয়েছেন নিজের পরিকল্পনা।

৪ দিনের জন্য বাফুফে ভবনেই জাতীয় দলের টেন্ট। আজ থেকে সেখানেই ঠিকানা এমিলি-জাহিদ-মামুনুলদের। ২৬ আগষ্ট রাতে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল।