চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অভিবাসী নিয়ন্ত্রণে সীমান্তে সেনাবাহিনী পাঠিয়েছে হাঙ্গেরি

অভিবাসীদের অতিরিক্ত অনুপ্রবেশ ঠেকাতে দক্ষিণ সীমান্তে সম্ভাব্য প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে হাঙ্গেরির সেনাবাহিনী। সার্বিয়া থেকে প্রতিদিন আসা হাজার হাজার অভিবাসীদের সামলাতে সীমান্তের পুলিশদের সাহায্য করার জন্য বুদাপেস্ট ওই এলাকাগুলোতে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করেছে।

সীমানা জুড়ে ইতোমধ্যে তারকাঁটার বেড়া তৈরি শুরু হয়ে গেছে। সীমান্তে আরো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার উদ্দেশ্যে চলতি মাসের শেষদিকে এমপিদের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে হাঙ্গেরি সরকারকে বলা হয়েছে, আগামী সপ্তাহে আরো ৪০ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী তাদের নিতে হতে পারে। এদের মধ্যে অনেকেই সিরিয়া ও লিবিয়ার মতো যুদ্ধ কবলিত দেশ থেকে হাঙ্গেরিতে আসছে। তাদের গন্তব্য জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনের মতো ধনী ইইউ দেশগুলো, যেখানে শরণার্থী বিষয়ক আইন অনেকটা শিথিল।