চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিবাসন ইস্যু নিয়ে জার্মান সরকারের মাঝেই বিরোধ

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের অভিবাসন ইস্যু সামলানোর ধরন নিয়ে বিরোধ চলছে খোদ সরকারের মধ্যেই। এ ঘটনায় পদত্যাগের হুমকি দিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহফার।

বিবিসি জানায়, গত সপ্তাহেই সিহফার বলেছিলেন, মেরকেল যদি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বসে কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে না পারেন, তবে অভিবাসন প্রত্যাশীদের জার্মান সীমান্ত থেকে ফিরিয়ে দেবেন তিনি।

হর্স্ট সিহফার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) প্রধান। এই দলটি মেরকেলের জোটের একটি প্রধান দল।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায়ই অ্যাঙ্গেলা মেরকেলের রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) অভিবাসন বিষয়ে মেরকেলের বর্তমান অবস্থানকে সমর্থন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এরপরই শোনা যায় সিহফারের সিএসইউ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর হুমকির কথা।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিরোধী অবস্থানে মেরকেলের জোট সরকারের পাশাপাশি তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।