চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির শপথ বুধবার

বুধবার শপথ নিচ্ছেন অভিনয়শিল্পী সংঘের নতুন নির্বাচিত কমিটির সদস্যরা। ওই দিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, ‘কাল বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদীর মৃত্যুদিন। আমাদের টিভি নাটকে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত শুক্রবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে কথা হলো নব নির্বাচিত সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে।

নাসিম তাদেরকে নির্বাচিত করার জন্য সব শিল্পীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচনে যিনি প্রার্থী হন, সাধারণত তিনিই সবাইকে আপ্যায়ন করেন। কিন্তু এখানে ঘটেছে উল্টোটি। আমরা যারা প্রার্থী হয়েছি, ভোটাররা আমাদেরকে আপ্যায়ন করেছেন।’

এদিকে গত শুক্রবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাবনা থেকে ঢাকায় আসার সময় সিরাজগঞ্জের তালগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন অভিনেতা মোজাম্মেল হক। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা আব্দুল মালেক সরকারসহ আরও কয়েকজন। মোজাম্মেল হক পাবনা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা, তিনি পাবনার অনুশীলন ৮০ থিয়েটারের সদস্য।

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নাসিম বলেন, ‘আমরা গভীর শোক প্রকাশ করছি। নির্বাচনের পর আমরা মোজাম্মেল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। গুরুতর আহত আব্দুল হকের চিকিৎসার খরচ বহন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।’

অভিনয়শিল্পী সংঘ গঠিত হয় ২০০২ সালে। এবারই প্রথম সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে শহিদুল আলম সাচ্চু বলেন, ‘আহ্বায়ক কমিটিতে যারা ছিলেন, তারাই নির্বাচনের প্রয়োজন অনুভব করেছেন। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পীরা আমাকে নির্বাচিত করেছেন, আমি অভিভূত। এখন সবাইকে সঙ্গে নিয়ে শিল্পীদের জন্য কাজ করব।’

শুরুতেই নতুন কমিটির কাছে গুরুত্ব পাবে নতুন একটি গঠনতন্ত্র তৈরি। সাচ্চু আরও বলেন, ‘নতুন একটি গঠনতন্ত্র করব। শিল্পীদের সঠিকভাবে নিবন্ধনের কাজটি করব। অনেক পরিকল্পনা মাথায় আছে। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিল্পীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে কমিটির সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করব।’