চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অভিনেতা এডি হাসেলকে গুলি করে হত্যা, শোকার্ত হলিউড

৩০ বছর বয়সী তরুণ অভিনেতা এডি হাসেলকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীকারীরা। রবিবার ভোরে রাস্তায় তাকে গুলি করা হয় বলে জানিয়েছে ভ্যারাইটি.কম। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেন হলিউডের তারকারা।

আমেরিকার টেক্সাসে দুষ্কৃতীকারীর গুলিতে খুন হন অস্কার মনোনীত ছবি ‘দ্য কিডস আর অল রাইট’ এর এই অভিনেতা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতীকারীরা।

সংবাদে বলা হয়, এডি হাসেলের গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়। গুলি তার পেট বিদ্ধ করে। যদিও গার্লফ্রেন্ড কোনও আততায়ীকে দেখতে পাননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত।

২০১০ সালে ‘দ্য কিডস আর অল রাইট’ এবং এনবিসি টিভির শো ‘সারফেস’ করেও দারুণ প্রশংসা পেয়েছিলেন এডি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে বম্ব সিটি, হাউজ অফ ডাস্ট, ওয়ারিয়র রোড ও ফ্যামিলি উইকেন্ড উল্লেখযোগ্য।