চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিজিৎকে নিয়ে সুমনের গান

গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে মৌলবাদীদের হাতে নৃসংশভাবে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়। এই মৃত্যু নিয়ে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন গান লিখেছেন। শনিবার গানটিসহ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সুমনের এই গানে অভিজিৎ রায় এবং তার আহত স্ত্রী রাফিদা আহমেদ বন্যার কথা উল্লেখ রয়েছে।

তিনি পোস্টে লিখেন, অভিজিৎ রায়ের ব্লগ তিনি কখনও পড়েন নি। যারা তাঁকে মেরেছে তারা দুর্ভাগা। সারা দুনিয়া আজ নানান ধরণের দুর্ভাগার কবলে। এই কারণেই আজ বিশ্বে বীরের অনেক প্রয়োজন।

‘মোহান্ধদের নানান সমস্যার একটা হলো তারা বুঝতে পারে না অভিজিৎ রায়ের রক্ত থেকে আরও অভিজিৎ সৃষ্টি হয়,’ উল্লেখ করেন তিনি।

সুমন প্রশ্ন করেন, যারা অভিজৎ রায়কে মারলো তারা কি ইসলামের প্রতিনিধি? যে হিন্দুত্ববাদীরা কিছু বছর আগে অস্ট্রেলিয় যাজক গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স  তাঁর দুই ছেলেকে পুড়িয়ে মেরেছিল তারা কি হিন্দুধর্মের প্রতিনিধি?

তার এই প্রশ্ন এখন সারা বিশ্বের প্রগতিশীল মানুষদের একটি সাধারণ প্রশ্ন।