চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপ্রয়োজনীয় সিজার বন্ধ চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

গর্ভবতী মায়ের অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সমাজের নানা অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভে আসা আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ মঙ্গলবার হাইকোর্টে তিনি এ রিট করেন।

আগামী রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

ব্যারিস্টার সুমনের রিট আবেদনে বিভিন্ন গবেষণা তথ্য তুলে ধরে উল্লেখ করে বলা হয়, ২০১৮ সালে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার হয়েছে বাংলাদেশে। গত দুই বছরে তা ৫৫ শতাংশ বেড়েছে ।

আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশের ক্লিনিক ব্যবসার ৯৫ শতাংশ আয় এই অপ্রয়োজনীয় সিজার থেকে।