চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘অপারেটরদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল’

সিম রি-রেজিস্ট্রেশনে জনগণের ভোগান্তি কমাতে সিম অপারেটদের আরো সচেতন হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এনআইডি সার্ভারে কোনো ত্রুটি নেই। বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনে ত্রুটিতে সিম কোম্পানিগুলোর সার্ভারে সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। 

গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আট কোটি আটত্রিশ হাজার সিম বায়োমেটিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে বলে জানিয়ে তারানা হালিম বলেন, সরকারের নয় থেকে দশ কোটি সিম নিবন্ধনের টার্গেট রয়েছে। এখনো পাঁচ কোটি সিম নিবন্ধন বাকি আছে। এটা ঠিক নয়। 

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনের সময়সীমা বাড়ানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখানে জনগণের মতামতকেই গুরুত্ব দেয়া হবে। তবে অনির্দিষ্টিকালের জন্য হবে না। আগামীকাল ৩০ এপ্রিল এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।