চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অপরিকল্পিত নগরায়নে নষ্ট হচ্ছে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ

পর্যটন জেলা বান্দরবানে অপরিকল্পিত নগরায়নে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। পাহাড় নষ্ট করে এবং নদী দখল করে ঘরবাড়ি, স্থাপনা নির্মাণ করায় দিন দিন সৌন্দর্যহানী ঘটছে। পাহাড়ি এই জনপদের ভূমি ব্যবস্থাপনায় অনেকগুলো কর্তৃপক্ষ সম্পৃক্ত থাকায় সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে স্থানীয় দখলদাররা।

বান্দরবান, পাহাড়ে ঘেরা এক জনপদ। সবুজ পাহাড়ের গা বেয়ে চলা নদী আর মেঘের মিতালি দেখতে এখানে পর্যটক আসে। কিন্তু ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে গিয়ে পাহাড়ের এই সৌন্দর্য্যে ছেদ পড়ছে, দখল হয়ে যাচ্ছে নদী। বর্জ্যরে দূষণও ছড়াচ্ছে।

স্থানীয়রা বলছেন, নগরায়নের প্রয়োজন আছে; কিন্তু তা হতে হবে পরিকল্পিত। দিন দিন দখলের মাত্রা বাড়ছে, তাই নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে দখলদারদের প্রতিরোধ করতে হবে। বান্দরবানের নদী এবং পাহাড় টিকিয়ে রাখতে নীতিনির্ধারণী পর্যায় থেকেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: