ক্যাচ মিসে ডুবল বাংলাদেশের আশার তরী। প্রথম ইনিংসে ভারতের বেশ কয়েকটি সুযোগ হারায় সাকিব আল হাসানের দল। আর জয়ের খুব কাছে দাঁড়িয়ে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ মিসে না স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দল।
মিরপুর টেস্টের চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। তবে মুমিনুল হকের হাতে অশ্বিনের ক্যাচ মিসের পর একটু একটু করে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।
১ রানে জীবন পান অশ্বিন। তিনিই ৪২ রানে অপরাজিত থেকে প্রথম সেশনেই এনে দেন ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। শ্রেয়াস আয়ার অপরাজিত থাকেন ২৯ রানে।
খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক সাকিবের কণ্ঠে ঝরল আক্ষেপ। স্বীকার করলেন দুই ইনিংসেই সুযোগ হারানোর যোগফলই গড়ে দিয়েছে ব্যবধান।

‘হতাশাজনক, এগুলোই হয়ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে তিনশ না হয়ে ওদের আড়াইশ হতে পারতো। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল, এটা ক্রিকেটের অংশ তারপরও একটু হতাশাজনক যে অন্যান্য দলগুলো এগুলো মিস করে না আমরা যা নরম্যালি মিস করি।’
নিজেদের ভুল তো বটেই প্রতিপক্ষ দলের দুই ব্যাটার আয়ার ও অশ্বিনের অবদানের কথাও বলেছেন সাকিব, ‘আমার মনে হয় ওরা খুব ভালো ব্যাটিং করেছে। ওই সময় অশ্বিন ও আয়ার দুজনই ভালো ব্যাটিং করেছে। ব্যাটিং করার জন্য উইকেট সহজ ছিল না। ওরা যেভাবে ব্যাটিং করেছে ওদের কৃতিত্ব দিতে হয়। আমরা চেষ্টা করেছি সব দিক থেকেই।’