চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অন্ধ হয়ে গেছেন স্পাইডারম্যানের স্রষ্টা

অন্ধ হয়ে গেছেন জনপ্রিয় সিনেমা সিরিজ স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যান লি। ৯৩ বছর বয়সী লি এখন এখন কোনো লেখাই পড়তে পারেন। তার এই অবস্থার কারণে হয়তো স্পাইডারম্যানের আর কোনো নতুন সিরিজ দেখা যাবে না।

মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জানিয়েছেন, এই সিরিজের জন্য এখনো নতুন গল্পের চিন্তা করছেন। কিন্তু স্ক্রিপ্ট পড়তে না পারায় তার সহকারীর সাহায্য নিতে হচ্ছে।

রেডিও টাইমসকে লি বলেন, আমার দৃষ্টিশক্তি ভয়ানক কমে গেছে। আমি এখন কোনো বই পড়তে পাড়ি না। স্ক্রিপ্ট পর্যন্ত পড়তে পারছি না।’

তিনি আরো বলেন, ‘এখনও কিছু আইডিয়া বের করছি, যা অন্য একজন লেখে। কিন্তু আমি এটা পড়তে পারি না। শুধু দৃষ্টিশক্তি নয়, শোনার ক্ষেত্রেও একই রকম সমস্যা অনুভব করছি।’

দৃষ্টিশক্তি হারিয়ে পত্রিকা ও উপন্যাস পড়তে না পারার কষ্টের কথাও বর্ণনা করেছেন লি। আয়রনম্যান, ফ্যানটাস্টিক ফোর এবং থর’র মতো অনেক অতিমানবীয় চরিত্রের স্রষ্টা স্ট্যান লি।

তবে শিশুদের জন্য ক্ষতিকর বলে তার এসব চরিত্র নিয়ে নানা সময় অনেকে আপত্তি তুলেছেন। কিন্তু তা সব সময় অস্বীকার করে আসছেন লি।