চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনুমোদন পেল টেমাকোর সার্জিক্যাল মাস্ক ও পিপিই

বাজারে যখন নিন্মমানের এবং সিঙ্গেল লেয়ারের মাস্ক দিয়ে সয়লাব, সেই মুহূর্তে টেমাকো ফ্যাশন লিমিটেড নামে বাজারে নিয়ে এলো ঔষধ প্রশাসন অনুমোদিত প্রিমিয়াম মানের ৩ লেয়ার বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক।

কোভিড-১৯ এর ক্রান্তিলগ্নে বাংলাদেশসহ সারাবিশ্বে রপ্তানি যোগ্য সার্জিক্যাল মাস্ক নিয়ে দেশের অন্যতম গার্মেন্টস ফ্যাক্টরী টেমাকো ফ্যাশন লিমিটেড ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনসহ উৎপাদন শুরু করে, যা প্রায় ৯৯% ভাইরাস প্রতিরোধক।

সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর সকল প্রকার যথাযথ পরীক্ষা সম্পন্ন করে টেমাকো ফ্যাশন লিমিটেডকে সার্জিক্যাল মাস্ক ও পিপিই উৎপাদন ও বাজারজাতের অনুমোধন দেয়, যা করোনাসহ অন্যান্য রোগ জীবানু থেকে সুরক্ষা দিবে।

তাছাড়া আইসোলোটেড লেবেল ৩ পি.পি.ই উৎপাদন করছি যেটা ৯৯% জীবানু প্রতিরোধক হিসাবে কাজ করবে।

টেমাকো ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বলেন, “বাজারে যখন নিন্মমানের মাস্কের ও পিপিই কারনে ডাক্তার এবং মেডিকেল ষ্টাফগনের মৃত্যুর মিছিল শুরু হয় তখনই আমি সিদ্বান্ত নেই দেশসহ বিশ্বের মানুষকে সুরক্ষা দিতে সর্বোচ্চ মানসম্মত সাজিক্যাল মাস্ক উৎপাদন শুরু করব। যা আমার ব্যাবসায়িক উদ্দেশ্য নয় বরং মানবতার সেবার জন্য।

আমাদের ফ্যাক্টরি প্রিমিয়ার মানের মাস্ক উন্নত এবং অভিনব “পকেট বক্র” এবং “প্রিমিয়ার বক্র” বাজারজাতকরন শুরু করেছে।’’

আব্রয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ইতি মধ্যে ৩৫০০ পি.পি.ই এবং উল্লেখযোগ্য সংখ্যার মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে।