চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অনলাইন গেমস স্ট্রিমিংয়ের নতুন সেবা চালু করেছে ফেসবুক

অনলাইন গেমস স্ট্রিমিংয়ের নতুন সেবা চালু করেছে ফেসবুক। ‘পাইলট প্রোগ্রাম’ হিসেবে শুরু করা এই সেবা অনলাইন গেমাররা তাদের প্রয়োজনীয় সব কিছু পাবে বলে আশাবাদ জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের ক্রিয়েটর প্ল্যাটফর্মে থাকছে এই স্ট্রিমিং সেবা। ফেসবুকের এই সেবা অ্যামাজনের সহপ্রতিষ্ঠান টুইচ’কে টেক্কা দিতে শুরু করা হলো বলে মনে করছে টেক দুনিয়া।

ফেসবুক জানিয়েছে, এই প্লাটফর্মে অনলাইন গেমাররা তাদের উন্নত নেটওয়ার্ক-কমিউনিটি তৈরি, নতুন নতুন টুলস তৈরি ও ইন্সট্রাগ্রাম-অকুলাস ব্যবহার করে নানামুখি সেবা পাবে। এছাড়া অনলাইনে গেম সংক্রান্ত বিভিন্ন লেনদেন করে আয় সহায়ক সব সুবিধা থাকবে ওখানে।

আপাতত খুবই অল্প সংখ্যক গেমার নিয়ে এই যাত্রা শুরু হলেও পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে ফেসবুক জানিয়েছে।

ক্রমবর্ধমান সামাজিক মাধ্যমভিত্তিক গেমস জগতের প্রতি ফেসবুকের নজর অনেকদিন আগে থেকেই। এরআগে ২০১৬ সালে ব্লিজার্ড গেমসের সঙ্গে গেম স্ট্রিমিং সুবিধা দিতে চুক্তিবদ্ধও হয়েছিল ফেসবুক। তাছাড়া ইএসএল ওয়ানের আয়োজনে জনপ্রিয় গেমস ডোটা ২ ও কাউন্টার স্টাইক গেমস টুর্নামেন্ট ব্রডকাস্ট করার পরিকল্পনা আছে ফেসবুকের।