চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনলাইনে ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধনের সময়সীমা বাড়লো

অনলাইনে ১৩ ডিজিটের মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ববোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ ৩১ অক্টোবর ভ্যাট অনলাইন নিবন্ধনের শেষ দিন ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের অনুরোধে তাদের সমস্যা বিবেচনা করে নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে আরো বলা হয়, করদাতাদের নির্বিঘ্নে মাসিক রিটার্ন দাখিল, আমদানি-রপ্তানি ও টেন্ডারসহ অন্যান্য ব্যবসায়ীক কার‌্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।