চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অধিনায়ক মাহমুদউল্লাহ, সাকিবের বিকল্প অপু

টেস্ট সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে টি-টুয়েন্টি সিরিজেও সাকিব আল হাসান খেলতে না পারায় বাংলাদেশের আর্মব্র্যান্ড পড়বেন মাহমুদউল্লাহ। বাঁহাতি স্পিনে সাকিবের বিকল্প হিসেবে দলে এসেছেন নাজমুল ইসলাম অপু।

টেস্ট সিরিজে সাকিবের বিকল্প হিসেবে হঠাৎ করে ডাক পান আব্দুর রাজ্জাক। টেস্ট দলে আরো অপশন থাকলেও টি-টুয়েন্টি দলে সাকিব ছিলেন একমাত্র বাঁহাতি স্পিনার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিপিএলে ভাল করায় আগেই নির্বাচকদের ভাবনায় ছিলেন অপু। বিপিএল শিরোপাজয়ী দল রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট নেন এই স্পিনার। তার ইকোনমি ৬.৫৩।

বিসিবি আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই অবশ্য জাতীয় দলের অনুশীলনে যোগ দেন অপু। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় বোলিং করেন এ বাঁহাতি স্পিনার।

মূর্তিকারিগর

১৫ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেট শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ১৮ জানুয়ারি দ্বিতীয় ও শেষ ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল ইসলাম অপু।