চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অক্টোবরে হাসিনা-মোদি সাক্ষাত

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত হচ্ছে। ১৬ অক্টোবর ভারতের গোয়ায় ‘বিমস্টেক’ (দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন)-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। সেখানেই দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দু’দেশেরই সন্ত্রাস সমস্যার আলোচনায় থাকবেন মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরাও।

অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সমন্বয় বাড়ানই ‘বিমস্টেক’ এর লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের এই বৈঠকে আলোচনা হবে সন্ত্রাস নিয়েও।

হাসিনা-মোদি বৈঠকে দ্বিপাক্ষিক অসম্পাদিত চুক্তি দ্রুত সম্পাদন নিয়ে কথা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসের ২৮ জুলাই দিল্লিতে সন্ত্রাস নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালে সঙ্গে আলোচনা বৈঠক হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের।