চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২ লাখ খরচ করেও এলিনা শাম্মীর আক্ষেপ নেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২১
বিনোদন
A A

জানুয়ারির মাঝামাঝি সময়ে অভিনেত্রী এলিনা শাম্মী অভিনীত রায়হান রাফীর পরিচালনায় ‘জানোয়ার’ ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছিল। মুক্তির আড়াই মাস পার হলেও এ অভিনেত্রীর এখনও ঘোর কাটেনি বলে জানালেন।

ফেব্রুয়ারিতে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমায় কাজ করেছেন তিনি। শুক্রবার এলিনা শাম্মী অভিনীত নতুন চলচ্চিত্র ‘গন্তব্য’ মুক্তি পেল। ঢাকায় তিনটি ও ঢাকার বাইরে দুটি মিলিয়ে মোট পাঁচটি সিনেমা হলে ‘গন্তব্য’ প্রদর্শিত হচ্ছে। সে কারণে তার বেশ ছোটাছুটি চলছে।

সবকিছু মিলিয়ে বেশ সুসময় পার করছেন এলিনা শাম্মী। শুক্রবার বিকেলের শোতে সিনেমাটি দেখার জন্য নগরীর স্টার সিনেপ্লেক্সে ছিলেন এ অভিনেত্রী। সেখানে বসে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপ করেন ‘গন্তব্য’ নিয়ে।

গন্তব্য ছবির একটি দৃশ্যে আমান রেজা ও এলিনা শাম্মী

এলিনা শাম্মী বলেন, সিনেমাটি একেবারে অন্ধকারে ডুবে যাচ্ছিল। সেন্সরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। সেই হিসেবে সিনেমা হল পর্যন্ত যাচ্ছে এবং ভবিষ্যতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে- এই হিসেবে হলের সংখ্যা নাই বা গুনলাম!

‘গন্তব্য’ যে সিনেমা হল পর্যন্ত যেতে পেরেছে এটাই অনেক কিছু বলে মনে করেন এলিনা শাম্মী। তিনি জানান, সিনেমাটিতে তার অনেক পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে আছে। এলিনা শাম্মী বলেন, আমার চেয়ে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ঠরা ভালো বলতে পারবেন আমি কী করেছি! সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ৪২ লাখ টাকা দিয়েছি, ১ টাকাও ফেরত পাইনি। টাকা ফিরত পাবোও না। কারণ মালিকানা ছিল অন্যের কাছে। প্রতিটি শিল্পী এবং টেকনিক্যাল ক্রু জানে এই ৪২ লাখ টাকা আমি কীভাবে জোগাড় করেছি। এখান থেকে একটি টাকাও ফিরত পাবো না এটা কি বড় ত্যাগ নয়? ফাইনালি সিনেমাটি মুক্তি পেল তাই আমি অখুশি নই।

এলিনা শাম্মী বলেন, নির্মাণে খরচ হয়েছে ৫০ লাখ টাকার উপরে। ৪২ লাখ টাকা আমি নিজে দিয়েছি। কত কষ্ট করে এই টাকা আমি ম্যানেজ করেছি সেটা শুধু আমিই জানি। বাকি টাকা পরিচালক জোগাড় করেছে। সিনেমাটির স্টোরি লাইন, গল্প বলার ধরন, এডিটে নির্দেশনা, প্রত্যেক শিল্পীর শিডিউল, টেকনিক্যাল ক্রুদের সঙ্গে আমি আলাপ করেছি। আরও অনেক কিছু করেছি যা সবসময় বলা যায় না। শেষে আনোয়ার আজাদ ভাই সিনেমাটি কিনে নিয়েছেন। টাকা অলরেডি পেয়েছেন পরিচালক অরণ্য পলাশ। আনোয়ার আজাদ ভাইয়ের কাছে ভেরি গ্রেটফুল। কারণ উনি শেষ সময়ে হাল ধরেছেন। নইলে জীবনেও ‘গন্তব্য’ হলের মুখ দেখতো না। আমার কথা, সিনেমাটি মানুষের কাছে পৌঁছুক। হলের পর এনটিভিতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

Reneta

‘গন্তব্য’ সিনেমাটি নিয়ে ২০১৯ সালের শেষ দিকে সোরগোল পড়ে যায়। গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে পরিচালক নিঃস্ব হয়ে গেছেন। বাধ্য হয়ে হোটেল বয় হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তখন তথ্য মন্ত্রণালয় থেকে আর্থিকভাবে সহায়তাও দেয়া হয়েছিল।

গন্তব্য মুক্তির আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে নির্মাতা অরণ্য পলাশ সহ তারকারা

‘গন্তব্য’ সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ভাষণের তাৎপর্যে নির্মিত হয়েছে। এটি এলিনা শাম্মী অভিনীত এটি চতুর্থ চলচ্চিত্র। এর আগে তিনি ‘৭১ এর মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘আমরা একটা সিনেমা বানাবো’সহ আরও সিনেমায় কাজ করেছেন। তিনি ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টপাধ্যায়, মাসুম আজিজ, আমান রেজা, আফফান মিতুল প্রমুখ। এখানে নিজের চরিত্রটি যথেষ্ট গুরুত্ব আছে বলে জানালেন এলিনা শাম্মী।

তিনি বলেন, নায়ক নায়িকার হিসেব করি না। কিন্তু চরিত্রাভিনেতা হিসেবে এই ছবিতে আমার যথেষ্ট গুরুত্ব আছে। নারী চরিত্রগুলোর মধ্যে আমার চরিত্র প্রধানদের মধ্যে অন্যতম। সিনেমাটির অফিশিয়াল প্রযোজক আনোয়ার আজাদ এবং মুক্তির জন্য সার্বিক কো-অর্ডিনেট করছেন সৌর্যদীপ্ত। মুক্তির ক্ষেত্রে সিনেমাটির পরিচালক অরণ্য পলাশ যেখানে যেখানে তার প্রয়োজন সেখানে তিনি থাকছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইরিনআনোয়ার আজাদআফফান মিতুলআমান রেজাএলিনা শাম্মীগন্তব্যপ্রেক্ষাগৃহফেরদৌসমাসুম আজিজলিড বিনোদনসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

জানুয়ারি ১৯, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হতে স্কটল্যান্ডের সাথে আলাপ করেনি আইসিসি

জানুয়ারি ১৯, ২০২৬

বাংলাদেশ না খেললে টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলা নিয়ে আলোচনা

জানুয়ারি ১৯, ২০২৬

সাংস্কৃতিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের আদর্শ গুরুত্বপূর্ণ: চিত্রনায়ক উজ্জ্বল

জানুয়ারি ১৯, ২০২৬

পোস্টাল ব্যালট নিয়ে আপত্তি: ৩য় দিনের মতো ইসি’র সামনে ছাত্রদল

জানুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT