জীবন মানেই পরীক্ষা। ছাত্র জীবন সারা জীবনের বীজ বপনের সময়। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর হচ্ছে এইচএসসি পরীক্ষা এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার সকালে নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললেই এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে। শুধু শিক্ষার্থী নয়, সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি আরও বলেন, ওমিক্রন নামে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তা অনেক ভয়ঙ্কর ও বিধ্বংসী।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:
