দুই অর্জন থেকে ৪৭ রান দূরে ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি তুলে একসঙ্গে সেই দুই কীর্তিই ছুঁয়েছেন টাইগার বাঁহাতি ওপেনার। প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করার পাশাপাশি মিরপুরে ৪ হাজার আন্তর্জাতিক রান তুলে নিয়েছেন তামিম।

বাংলাদেশ-১৪৩/৩ (২৯.২)
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ হাজার রানের ক্লাবে ঢুকলেন তামিম। রেকর্ড গড়তে তার প্রয়োজন ছিল ঠিক ৫০ রান। আর ৪৭ রান করার পথে সব ফরম্যাট মিলিয়ে বারো হাজারি ক্লাবে নাম লেখান।
রোববার প্রথম ওয়ানডেতে ৩০ রান করার পথে এই ক্লাবে প্রথম ঢুকেছেন তামিমের আরেক সতীর্থ সাকিব আল হাসান।
কীর্তি গড়ার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। দেবেন্দ্র বিশুর বলে ছয় হাঁকাতে গিয়ে স্কোয়ার লেগে কেমার রোচের বলে ধরা পড়েন। ফেরার আগে ৪ চার ও এক ছক্কায় ৬৩ বলে করেছেন কাটায় কাটায় ৫০।
ফেরার আগে মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে লড়াইয়ের ভিত গড়ে দিয়ে গেছেন তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে গড়েছেন ১১১ রানের জুটি। তামিমের পাশাপাশি ওয়ানডেতে ৩২তম ফিফটির দেখা পেয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকও।