চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হুইল চেয়ারে কোর্ট ছাড়লেন হারমনি তান

তৃতীয় রাউন্ডে বার্টি-ওসাকা

KSRM

হারমনি তানের অস্ট্রেলিয়ান ওপেন মিশনের হতাশার সমাপ্তির সাক্ষী হল মার্গারেট কোর্ট অ্যারেনা। বুধবার মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় সেটে আচমকা চোটে বিদায় নিতে হয়েছে ফরাসি তারকাকে।

ইউক্রেনের এলিনা সভিতোলিনার বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জিতে শুরুটা ভালো করেছিলেন ২৪ বছর বয়সী তান। দ্বিতীয় সেটে লড়াই করে ৭-৫এ হারেন। তৃতীয় সেটে আর পেরে ওঠেননি। ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় তীব্র ব্যথা অনুভব করেন।

Bkash July

আম্পায়ার দ্রুতই তানকে হুইল চেয়ারে কোর্টের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দর্শকদের করতালির মাঝে আবেগাক্রান্ত হয়ে খেলার বাইরে চলে যান ফ্রেঞ্চ তারকা।

কাফ মাসলের চোটে তান খেলা চালিয়ে যেতে না পারায় এলিনা সভিতোলিনাকে বিজয়ী ঘোষণা করা হয়। তৃতীয় রাউন্ডে তিনি দুবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে লড়বেন।

Reneta June

মেয়েদের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গেলকে ৬-০ ও ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন জাপান তারকা নাওমি ওসাকা। দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী ও এক নম্বর তারকা অ্যাশলেইগ বার্টি ৫২ মিনিটের লড়াইয়ে ইতালির লুসিয়া ব্রোনজেত্তিকে ৬-১ ও ৬-১ গেমে হারিয়ে ঘরের কোর্টে শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছেন।

বিজ্ঞাপন