বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে সিবিআই।
রিয়া ছাড়া বাকি পাঁচ জনের ভেতর তিন জনই রিয়ার পরিবারের সদস্য এবং বাকি দুজন হলেন শ্রুতি মোদী (রিয়ার ভাড়া করা সুশান্তের পরিচালক) এবং স্যামুয়েল মিরান্ডা (সুশান্তের বাড়ির স্টাফ ম্যানেজার)।
জানা গেছে, আগামী সপ্তাহে এই মামলার পর্যালোচনা শুরু হবে। তবে রিয়া চক্রবর্তীর ভাড়াটে তথা সুশান্তের বাড়ির ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডা অভিনেতার মৃত্যুর সময় থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টের নজরের আওতায় নেওয়া হয়েছে।