বিজ্ঞাপন
বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আরও কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অনেক বেশি কমতে পারে।
আজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। বিকালে তা কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।
বিজ্ঞাপন