চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ও দশম শ্রেণির শিক্ষার্থীকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

Bkash July

গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। তিনি সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।  রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ওই শিক্ষার্থীকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। ঘটনার পরই বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

Reneta June

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে পাস করার পর আশুলিয়ায় চিত্রশাইলে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন উৎপল কুমার সরকার।

Labaid
BSH
Bellow Post-Green View