চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাধুকে ছাড়া এক বছর

অভিনেতা, নির্মাতা ও লেখক হুমায়ূন সাধু নেই এক বছর। গেল বছরের এই দিনে (২৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার।

সুস্থ জীবন যাপন থাকলেও হঠাৎ ব্রেন স্ট্রোক হয় হুমায়ূন সাধুর। প্রথম ব্রেন স্ট্রোকের পর তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি হতে হয়। শেষ পর্যন্ত রক্ষা হয়নি ‘ঊন মানুষ’ খ্যাত অভিনেতার!

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন তিনি। তার অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘বিউটি সার্কাস’ আছে মুক্তির প্রতীক্ষায়।

তার মৃত্যুর এক বছরে তাকে স্মরণ করছেন সহকর্মী ও ভক্ত অনুরাগিরা।