পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম শহরের জনপ্রিয় কেবল সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিবিসি জানিয়েছে, রোববার সৈকতের পানিতে গোসল করতে নামে ওই ব্যক্তি। পরে হঠাৎ একটি হাঙর তার ওপর হামলা করলে তিনি চিৎকার শুরু করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার পর স্থানীয় পুলিশ এসে সেই ব্যক্তির ক্ষত-বিক্ষত মৃতদেহ পানি থেকে উদ্ধার করে।
অস্ট্রেলীয় পুলিশ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়ে বলেছে, এর আগে কেবল বিচে হাঙরের হামলার কোনো রেকর্ড নাই। তাই সেখানে পর্যটকদের সাঁতার কাটার অনুমতি ছিল।
তবে কখনো কখনো কুমির সৈকতের খুব কাছাকাছি চলে আসায় বছরের দু’একবার তা বন্ধ রাখা হয়।

হামলার ঘটনার পর পুলিশ এরই মধ্যে সৈকতটি বন্ধ করে দিয়েছে। স্থানীয় জনসাধারণকে সৈকতের আশেপাশের ভিড় এড়াতে অনুরোধ করেছে।
অস্ট্রেলিয়ার একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার হিসাব অনুয়ায়ী, এমন ঘটনা সেদেশে এই প্রথম না। কেবল বিচের ঘটনাসহ এ বছর ৮ জনের মৃত্যু হল হাঙরের কামড়ে।