চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সংবাদ মাধ্যমেরও যাত্রা না ফেরার দেশে!

হিট বাড়াতে গিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বেছে নিচ্ছে এক সময়ের ঢাকা শহরের ভাসমান  পত্রিকাগুলোর চাইতেও ভয়ঙ্কর রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছে চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন।

ফেসবুক পোস্টে আদিত্য শাহীন লিখেছেন, ‘হিট বাড়াতে গিয়ে অনলাইন সংবাদমাধ্যম যা বেছে নিচ্ছে তা ঢাকা শহরের একসময়ের ভাসমান পত্রিকাগুলোর চেয়েও ভয়ঙ্কর। খিস্তি করে করে এখন এ বিষয় নিয়ে চিন্তাই বাদ দিয়েছি। কারণ লোভ থেকে দুপায়া জাতিকে ফেরানো কঠিন। পপুলারিটির লোভ, লাইকের লোভ, মানুষকে বিভ্রান্ত করে মজা নেয়ার লোভ এখন টাকা পয়সার লোভের চেয়ে বড়। %e0%a6%bf%e0%a6%86%e0%a7%8d%e2%80%8c%e0%a6%be%e0%a6%86%e0%a7%8dপ্রশ্ন হলো এর শেষ কোথায়? কয়েকদিন আগে ফেইসবুকের আপডেট নিউজ পড়ছি। একটি সংবাদে মনটা খারাপ হয়ে গেল। চলচ্চিত্রের মোটামুটি জনপ্রিয় এক নায়িকার নামোল্লেখ করে শিরোনাম করা হয়েছে ‘না ফেরার দেশে নায়িকা… ‘ উচ্চারণ করে পড়তেই আমার পাশ থেকে একজন বললেন, ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন’। আমিও মনে মনে উচ্চারণ করলাম। তিন লাইন পড়েই দেখি ঘটনা অন্য। ওই নায়িকা আমেরিকা চলে গেছেন তাই এই সংবাদ। বড় আফসোস হলো, হতাশ হলাম, যারপরনাই কষ্ট পেলাম, আহা সংবাদমাধ্যম! তুমিও বোধ হয় না ফেরার দেশে চলে যাচ্ছো!!!’

Labaid
BSH
Bellow Post-Green View