অমর একুশে গ্রন্থমেলার ৭ম দিনে সকাল থেকেই শিশুপ্রহরে শিশু-কিশোরদের পদচারণায় জমজমাট ছিল বইমেলা প্রাঙ্গণ। শিশুরা সিসিমপুরে হালুম, টুকটুকিদের সাথে সাক্ষাতের পাশাপাশি ঘুরে ঘুরে কিনেছে রঙিন মলাটের বাহারি সব বই।
শনিবার বইমেলায় সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনের শিশুপ্রহরে শিশুদের মূল আকর্ষণ সিসিমপুর। হালুম, টুকটুকিদের সাথে আনন্দঘন সময় কাটাতে সকালে সিসিমপুরে এসে হাজির বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
বইমেলায় এসে রঙিন সকালে সিসিমপুরের মঞ্চে আনন্দে আত্মহারা শিশুরা। শুধু আনন্দ উদযাপনই নয়, দোকানে দোকানে ঘুরে শিশুরা কিনেছে রঙিন প্রচ্ছদের পছন্দের সব বই।
তবে হাজারো ধরনের বইয়ের ভীড়ে শিশুদের জন্য মানসম্মত বই খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান অভিভাবকেরা।

সতর্কতার সাথে গবেষণা করে শিশুদের উপযোগী বই বাজারে আনতে প্রকাশকদের প্রতি অনুরোধ অভিভাবকদের।