চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লা লিগা জয়ের পর ‘পিচিচি’ মুকুট পরলেন বেনজেমা

KSRM

লা লিগায় সর্বোচ্চ গোল দাতাকে ‘পিচিচি’ মুকুট পরানো হয়। চলতি মৌসুমে সেই মুকুট পরেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। লা লিগার মৌসুম সর্বোচ্চ ২৭ গোল দিয়ে প্রথমবারের মতো গৌরবের এই পুরস্কার জিতেন ফরাসি তারকা।

মৌসুম জুড়েই দারুণ ছন্দে রয়েছেন বেনজেমা। রিয়ালের মধ্যমণি এখন ৩৪ বর্ষী। তাকে ঘিরেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলার আশায় বুক বেধেছে রিয়াল সমর্থকরা। লা লিগা ট্রফি জয়েও ছিলেন দলের মূল হাতিয়ার। গোল করায় তার আশেপাশেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা সেল্টা ভিগোর ফুটবলার লাগো আসপাসের থেকে ৯ গোলে এগিয়ে বেনজেমা। সমান ১৭ গোল করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ভিনি জুনিয়র ও ডি টমাস।

Bkash July

চ্যাম্পিয়ন্স লিগেও গোলের ধারা বজায় রেখেছেন বেনজেমা। ১৫ গোল দিয়ে ইতিমধ্যেই লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ৪৪। রিয়ালের জার্সিতে যেভাবে ছুটছেন তাতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরা সময়ের ব্যাপার।

অবিশ্বাস্য কৃতিত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর রাউল গনসালেসের সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতাও এখন তিনি। দু’জনের গোল সংখ্যা ৩২৩। শীর্ষে থাকা রোনালদোর গোল সংখ্যা ৪৫১।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View