চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লকডাউনে যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারাদেশে লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছে। তবে লকডাউনে শিল্প কলকারখানা খোলা থাকবে।

শনিবার  দুপুরে তিনি এসব কথা জানান।

Bkash July

তিনি বলেন: লকডাউন চলাকালে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।

আজ সন্ধ্যায় অথবা রোববার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

Reneta June

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন: লকডাউনের প্রজ্ঞাপন তৈরির বিষয়ে কাজ চলছে। সন্ধ্যা বা কাল সকালের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে।

Labaid
BSH
Bellow Post-Green View