চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রম আবারও শুরু হচ্ছে

করোনা পরিস্থিতির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকলেও নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মো: রেজওয়ান হায়াত।

জানা যায়, আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে রোহিঙ্গাদের সেখানে নিয়ে যাওয়া হবে। এ লক্ষ্যে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের মাধ্যমে সেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন কো হচ্ছে।

Bkash July

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সাথে চুক্তি হওয়ার পর ভাসানচরে ১ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কার্যক্রমে কার্যক্রমে যুক্ত থাকবে।

সরকার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ওপর থেকে চাপ কমাতে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু আট হাজার ৭৯০ জন। নারীর সংখ্যা পাঁচ হাজার ৩১৯ জন ও পুরুষের সংখ্যা চার হাজার ৪০৯ জন।

Labaid
BSH
Bellow Post-Green View