চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোবট বানাচ্ছে ভাস্কর্য

মনের খোরাককে পূর্ণতা দিতে যন্ত্র। তেমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের ‘আরবান আর্ট প্রজেক্ট’ এমনই এক প্রকল্প যেখানে শহরে স্থাপনের জন্য বড় ও জটিল ভাস্কর্যের পুরোটাই তৈরি করছে রোবট।

দেখে বড় ড্রিল মেশিন বলে মনে হলেও আসলে যন্ত্রগুলো ভাস্করের বেঁধে দেয়া নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।

Bkash July

মনের শিল্পে যন্ত্রের ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এ নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন অস্ট্রেলীয় ভাস্কররা। তারা বলছেন, এমন অনেক নকশা আছে যা চিন্তা করা সম্ভব হলেও সত্যিকারের রূপ দেয়া মানুষের জন্য প্রায় অসাধ্য। আর সেই খালি স্থানটাই পূরণ করছে রোবটগুলো।

সংশ্লিষ্টদের আশা, আগামী ৫ বছরের মধ্যে এমন রোবট চলে আসবে যা শুধুমাত্র শিল্পীর নির্দেশনার উপর নির্ভর না করে নিজে থেকেও অনেক সিদ্ধান্ত নিতে পারবে।

Labaid
BSH
Bellow Post-Green View