
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। স্থানীয় ১৪ দলও তাকে সমর্থন দিয়েছে।
আগামী ৩০শে জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করছে আওয়ামী লীগ।
ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, বরিশালের জন্য ৫ জন, রাজশাহীতে ১ জন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।