রাশিয়া থেকে জ্বালানি তেল কি রুবলে কেনা সম্ভব!
ডলার সংকটের মধ্যে বিকল্প মুদ্রায় রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সময়োপযোগী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলেছেন, রাশিয়ার মুদ্রা রুবলের সাথে টাকার বিনিময় বা ‘সোয়াপ’ করে জ্বালানি তেল কেনার সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের।