জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বিকেএসপিতে মাত্র চার সেশনে শেষ হয়েছিল রাজশাহী-বরিশাল ম্যাচ। বাকি তিনটির মধ্যে ফল এসেছে একটিতে। কক্সবাজারে দুটি ম্যাচই হয়েছে নিষ্প্রাণ ড্র।

নিজেদের মাঠে রংপুর ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেয়া ১১৭ রানের লক্ষ্য টপকায় ৩ উইকেট হারিয়ে। ওয়ানডে স্টাইলে খেলে নাসির হোসেন ৪৮ রানে অপরাজিত থাকেন। ৪৪ বলের ইনিংসে মারেন সাতটি চার ও দুটি ছক্কা।
খুলনা-২২১ ও ২৫৯, রংপুর-৩৬৪ ও ১২০/৩
এছাড়া জাহিদ জাভেদ করেন ৩৭ রান। খুলনার বোলার আব্দুল হালিম দুটি ও রবিউল ইসলাম রবি নেন একটি উইকেট।
কক্সবাজারে ফল হয়নি কোনো ম্যাচে। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে সিলেটের দেয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরতালে ব্যাট করে ৫ উইকেট খরচায় ১৪৭ রান তোলে ঢাকা। তাতে ড্র হয়ে যায় ম্যাচটি।
সাইফ হাসান সর্বোচ্চ ৬৪ রান করেন। সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র নেন তিন উইকেট।
রংপুরের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে অনুমেয়ভাবেই হয়েছেন ম্যাচসেরা।
এক নম্বর গ্রাউন্ডে চট্টগ্রামের দেয়া ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ঢাকা মেট্রো। জাহিদুজ্জামান খান ৬১ রানে অপরাজিত থাকেন। আজমীর আহমেদের ব্যাটে আসে ৪৭ রান।
একটি করে উইকেট নিয়েছে মেহেদী হাসান ও হাসান মুরাদ।