চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুদ্ধ দিনের জীবন

রাশিয়া-ইউক্রেন

KSRM

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।

আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে। আক্রমণের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ব্যাপক সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে।

Bkash July

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ইউক্রেন হামলা ভয়াল চিত্র:

কিয়েভ শহরে পশ্চিমাংশে ভিক্টরি এভিনিউতে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছো। ছবিটি শনিবার সকালে তোলা।

 

Reneta June
শনিবার ভোরে পশ্চিম কিয়েভের একটি মেট্রো স্টেশনে ভয়ংকর বিস্ফোরণের ছবি।

 

আতঙ্কের নির্ঘুম রাতে শেষ রাতের মুর্হূমুর্হূ হামলা ভয় আকড়ে ধরে কিয়েভ বাসিন্দাদের। ছবিটি ভোর রাত ৩ টার পর তোলা।

 

ইউক্রেনের নাগরিকরা জাতীয় সঙ্গীত গাইছেন।

 

ইউক্রেনের সৈন্যদের কিয়েভের একটি রাস্তায় জমায়েত হয়ে রাশান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দেখা যাচ্ছে।

 

রাতে শুনশান কিয়েভ শহর। ‍শুক্রবারের চিত্র।

 

শুক্রবার রাতে সাবওয়েতে আশ্রয় নিয়েছেন কিয়েভ বাসিন্দারা।

 

পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি স্টেশনে কিয়েভ থেকে ছেড়ে আসা ট্রেন থেকে যাত্রীরা নামছেন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার লোক পোল্যান্ডের সীমানা অতিক্রম করেছে বলে জানায় ইএফএ।

 

হামলায় পুড়ে যাওয়া সামরিক যানের সামনে ইউক্রেনের সেনারা।

 

ভিডিওতে দেখা যায় রাশান ট্যাংক বেসামরিক একজন লোকসহ গাড়ি চাপা দেয়। পরে অবশ্য ওই লোককে জীবিত উদ্ধারের কথা জানায় দ্য ডেইলি মেইল।

 

এ ঘটনার পর গাড়ির ওই চালককে উদ্ধার করা হচ্ছে।

 

ছবি সূত্র- দ্য ডেইলি মেইল।

বিজ্ঞাপন