চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুম্বাইয়ে ‘হাছন রাজা’ ছবির ডাবিং

ভারতের মুম্বাইয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ীর স্টুডিতে আগামী মে মাস থেকে বাংলাদেশের বিখ্যাত ছবি ‘হাছন রাজা’ চলচ্চিত্রের ডাবিং এর কাজ শুরু হবে।

ড. সেলিম আল দীন, মঞ্জুরুল ইসলাম ও মাসুম রেজার রচনায় চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন রুহুল আমীন। 

Bkash July

এবারের হাছন রাাজ ’র নাম ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার মিঠুন চক্রবর্তী। দুই নারী চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের শামীমা তুষ্টি ও কলকাতার অভিনেত্রী রাইমা সেন।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, শম্পা রেজা, আমরান পারভেজ মুরাদ, মানস বন্দোপাধ্যায়, অয়ন চৌধুরী প্রমুখ। ভারতের কলকাতা, বেঙ্গালুর, মহীশুর, হাসনাবাদ, ইছামতী নদীর ধারে এবং বাংলাদেশের সুনামগঞ্জে ছবিটির দৃশ্যায়ন ধারণ করা হয়েছে।

Reneta June

ডাবিং এবং  সম্পাদনা শেষে চলচ্চিত্রটি খুব শ্রিঘই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা রয়েছে। এর আগে চাষী নজরুল ইসলামের পরিচালনায় ২০০২ সালে হাছন রাজা ছবিটি মুক্তি পেয়েছিল।

Labaid
BSH
Bellow Post-Green View